[ বলাকা ]


বলাকা গগনে ধায়, শ্বেত পাখা মেলে
আপন আলয় পানে। দিবা শেষ কালে
তপন মিলায় যবে দিগন্তের কোলে
গোধূলি ঘনায় যবে ধীরে পলে পলে
নীল আকাশের নীচে। সারি দিয়ে ধায়
কোন অজানার পথে, জানিনা কোথায়
তার নীড়। কত সে যোজন দূর পথে
নাহি জানি কোন সে তমাল তরু শাখে।


মন মোর ধেয়ে যায় বলাকার সনে,
ধেয়ে চলে মেঘ যথা বর্ষা আগমনে
দূর ওই সুনীল আকাশ পথে পথে,
ধায় যেন মোর সাথে মোর মনোরথে।
সঙ্গীহীন আনমনে তরু তলে হেথা,
বসে আমি রচে যাই এই মোর গাথা।


[দুবাই, ৭ই আগস্ট ২০১৯]
©চিন্ময়