বন্ধু....


বন্ধু আমার সাথী আমার
তুমি আমার পরাণ হে,
সবপেয়েছির দেশে এসে
পেয়ে তোমায় ধন্য যে।
পিছন পানে তাকাই ফিরে
অচিন পুরের সেই সুদূরে,
সময় ঘড়ি পিছনে ফেলে
সেই তোমাকে পেলাম ফিরে।
প্রাণের ভিতর স্বপ্ন রাশি
এ মন ছিল তার পিয়াসী,
পলাশ রাঙ্গা আকাশ পটে
তারেই পেতে মন তিয়াসী।
দিক দিগন্তে মেঘের কনা
শরতে দেয় ভাসিয়ে ডানা,
আকাশ নীলে খুঁজে ফেরে
তোমার মনের সেই ঠিকানা।
সেই কবেকার মনের কথা
স্মৃতির ধুলায় ছিল ঢাকা,
উড়িয়ে ধুলা ঘূর্ণি হাওয়ায়
একসাথে ফের চলতে থাকা।
চলার পথে হাজার বাধা
পেরিয়ে গিয়ে অলীক মায়া,
সুখের চাবি খোঁজার শেষে
পেলাম খুঁজে আপন হিয়ায়।