[বন্দী পলাশ চোখের তারায়]


আগুনরাঙা পলাশ তুমি মায়া ভরাও মনে
অরণ্যেতে অগ্নি ছড়াও ফাগুন সমীরণে।
পলাশ রঙে ভুবন ভরাও উতলা বাতাসে
তুমি অরণ্যে অগ্নিশিখা ছড়াও নীলাকাশে।
সবুজ বনে আগুন ঝরাও বসন্তে বাহার
নজর কাড়ো দূরের থেকে হৃদয় ভরো আর।
মুগ্ধ তোমার অরূপ মায়ায় নিঝুম পথের ধারে
তপ্ত দিনে আগুন ঝরাও মেঠো পথের পারে।
বসন্ত যেই ডাক দিয়ে যায় তোমার ভরা শাখে
চপল হাসি দোল দিয়ে যায় চৈত্রে কি বৈশাখে।
মুগ্ধ জগৎ মুগ্ধ মানব পাতা ঝরা সমীরণে
মনের গোপনে বন্দী থাকো ভাসো সবার মনে।
চোখ জুড়ানো তোমার হাসি পরাণে দেয় দোল
পাখপাখালির কলকাকলি তোলে প্রাণে হিল্লোল।
মায়াবী রূপ কানন মাঝে আবেশ আনে মনে
বন্দী পলাশ চোখের তারায় বন্দী মনের কোণে।


[দুবাই, ৩০শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়