[ বসন্ত সমাগম ]


নিশি অবসানে রবির উদয়
শীত চলে যায় জানায়ে বিদায় 
হিমের চাদর নিজেরে লুকায়
ফাগুন আসিয়া নিজেরে বিছায় 
প্রাণে তোলে হিল্লোল। 


প্রভাতে উঠিয়া দেখি জানালায়
আগুনের ছটা লুটোপুটি খায়
কুহু কলতানে বেলা কেটে যায়
মন ক্যানভাসে স্মৃতি উঁকি দেয়
দিয়ে যায় প্রাণে দোল।


বনরাজি মাতে রঙের মেলায়
পাতাঝরা দিন নেয় যে বিদায় 
ফুলের বাহার নানা বাগিচায়   
আকাশে বাতাসে সুরভি ছড়ায়
হৃদয়ে খুশির দোল।


লালমাটি ঢাকা গেঁয়ো রাস্তায়
সোনালী রঙের ফুলের মায়ায়
পিয়াল তমাল তরুর শাখায়
আনন্দে কেকা নাচিয়া বেড়ায়
মনে জাগে হিল্লোল।


[দুবাই, ১৪ই ফেব্রুয়ারি ২০১৭]
©চিন্ময়