[বৃষ্টিকণা]


ইচ্ছে করে সাজাবো তোমায়
বৃষ্টি আখর দিয়ে
ঝরবো তোমার আকাশ মনে
বৃষ্টিকণা হয়ে।
টাপুর টুপুর বৃষ্টি ভেজা
মন জানালা হয়ে
চুলের ডগা সিক্ত করে
ঝরবো অধর বেয়ে।


অনন্য সেই অনুভূতির
গোপন কিনারায়
বৃষ্টি হয়ে ঝরবো আমি
তোমার ঠিকানায়।
দেখবো তোমায় নতুন রূপে
বৃষ্টিকণার সাজে
বেপরোয়া ভিজবো আমি
সেই ধারারই মাঝে।


বৃষ্টিকণা ঝরবে যখন
ধূসর মনের কোণে
হারানো সেই ছেলেবেলার
জাগবে স্মৃতি মনে
মনখারাপের বৃষ্টি হয়ে
ভাসবো আকাশ জুড়ে
উদাসী মেঘ মন ভোলাবে
আমার সাথে উড়ে।


মেঘদরিয়ায় বৃষ্টিকণার
বৃষ্টি ভেজা গানে
ভাসবো আমি মনমাতানো
সোদাঁগন্ধের টানে।
বৃষ্টিকণার অমোঘ মায়ায়
আকাশ জুড়ে ওই
দূর দিগন্তে নীল আকাশে
বিন্নি ধানের খই।


উপুড় হয়ে সবুজ আকাশ
মাঠেতে আলপনা
গাছের পাতার শরীর বেয়ে
ঝরবো বৃষ্টিকণা।
মনের বেদন ঢাকবে যখন
মন কেমনের ধূলায়
বৃষ্টিকণা হয়েই থাকবো
তোমার চোখের তারায়।


নামবো হয়েই বৃষ্টিধারা
ভেজা চোখের পাতায়
মনের ভিতর ঝরবো তখন
নতুন ভোরের আশায়।


[দুবাই, ২৭শে অক্টোবর ২০১৯]
©চিন্ময়