[ চাওয়া-পাওয়া ]


চাইলে কি আর মনের মত সবই পাওয়া যায়!
জানিনা কোন পরশ-পাথর ছুঁইয়ে দিলে হায়!
তবু্ও কেন মন পেতে চায় নিজের মত করে,
উত্তর তার নেইতো জানা যতই শুধাও তারে।
হঠাৎ হঠাৎ হারায় মিতা কারণ এলোমেলো,
আবার দেখি সবই আছে যেইখানে যা ছিল।
পরিবর্তন নেইতো কিছুই কিসের অভাব তবে,
ভেবে ভেবে আকুল পরাণ কে তার জবাব দেবে।
কখন কিসে আঘাত নামে ভেবেই আকুল মন,
বিবেক বড় যন্ত্রণা দেয় হারায় নিজের জন।
সময় মেনে বাড়ছে বয়েস কমছে রুধির জোর,
ন্যুব্জ তনু বুকের পাঁজর হার্টটাও কমজোর।
বিষন্নতায় ঢাকে আকাশ বাতাসও হয় ভারি,
বুকের মাঝে ভালোবাসা অমর সেতো তারি।
মেঘ সরে যায় আবেশ ভাসে খুশিতে মন ভরে
পুরানো প্রেম আবার ভাসে প্রেমের সরোবরে।
খুশির জোয়ার খেলায় মাতে উচ্ছল চারিধার,
আলোকেরই ঝর্ণাধারায় মেতে ওঠে প্রাণ তার।


[দুবাই, ১৭ই আগস্ট ২০১৯]
©চিন্ময়