[ চেতনা ]


সাবাস জনতা আজকেই দিলে
বীরতার পরচয়,
পঁচাশি বদলা পঁচিশেই নিলে
দানবের হল জয়।
সবাকার মুখে আজ এক কথা
পঁচিশে কি দোষ ছিল,
নিরাপত্তা যে কথার কথাই
আবারো প্রমাণ দিল।
কেন মার খেল যুবা ইন্টার্ন
কাদের মদতে খেল,
নীতির রাজার ঢক্কানিনাদ
কোথায় হারিয়ে গেল!
সরকারে নাই চেতনার রঙ
আছে শুধু রাজনীতি,
রঙের খেলায় মেতে ওঠে সব
নিদারুণ পরিনতি।
বেহাল আজকে স্বাস্থ্য সেবার
বিরতি পরিষেবায়,
মরনাপন্ন রোগীর কি হবে
কেবা নেবে তার দায়।
বলাবলি চলে কেনই হলনা
চিকিৎসা ঠিক তার,
কিযে দোষ ছিল ছোট শিশুটির
পিতা চলে গেল যার।
কে দেবে জবাব কেনইবা হয়
প্রাণ নিয়ে ছেলেখেলা,
একের কারণে অনেক মরণ
প্রিয় হারানোর পালা।
আজকাল দেখি মানসিকতায়
ধরেছে ভীষণ ক্ষয়
ডাক্তারি আজ হয়েছে ব্যবসা
রোগীর চিকিৎসায়।
সেবাব্রত আজ ইতিহাস শুধু
কোথায় সে ডাক্তার,
চিরায়ত প্রথা বিলোপের পথে
রোগী নিয়ে কারবার।
নার্সিংহোমের দাপুটে বাজার
নেপথ্যে নেতা হাত,
পরিষেবা হল আকাশের চাঁদ
আছে শত অজুহাত।
ডাক্তারে করে কর্মবিরতি
রোগী আজ অসহায়,
স্বাস্থ্যসেবার নিদারুণ ছবি
ফুটে ওঠে আজি হায়।
সুশীল সমাজ শুধু পেতে চায়
পরিষেবা সবাকার,
রোগী দেখাশোনা সদা হয় যেন
প্রাথমিক দায়ভার।


[চামরাইল, হাওড়া, ১৪ই জুন, ২০১৯]
©চিন্ময়