[ছিন্ন সুর]


মনের ভিতর শূন্যতা ছায় আকুলি-বিকুলি প্রাণ
হৃদয় মাঝারে সকরুণ সুর বেজে চলে অনুক্ষণ।
সামনের পথ বড়ই কঠিন সবই আজ অচেনা
রুক্ষ সে পথ বন্ধুর অতি হতাশায় মেলে ডানা।
হৃদয় ভাসে সুক্ষ আবেগে মনও আবেশে ভাসে
বুকের ভিতরে কান্না ঝরায় নিদারুণ পরিহাসে।
বেদনা বিধুর দীপ নিভে যায় বুক ভরা সন্তাপে
ব্যর্থ প্রেমের ছন্দ হারায় জীবনের শেষ ধাপে।
বিষাদ অনলে ডুবে যায় মন তুচ্ছ সকলি লাগে
পেয়ে হারাবার দুঃখের জ্বালা প্রতিনিয়তই জাগে।
প্রেম অমূল্য একথা বোঝায় হয়ে গেছে বহু দেরি
নীরব প্রেমের মূল্য বোঝাতে কেটে গেছে বিভাবরী।
অসার জীবন শুধু পড়ে আছে ধূসর বালুর 'পর
স্তব্ধতা নামে রিক্ততা ভ'রে কাঁদে বেদনার চর।
প্রেম হীনতায় শূন্যতা বাঁচে অবসাদ মনে ছায়
কালের গর্ভে প্রাণ বয়ে চলে নিয়তির ভরসায়।


[দুবাই, ২২শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়