[ ডাইনে কি বাঁয়ে ]


নির্জন তেমাথা মোড়ে একাকী দাঁড়িয়ে আমি,
কোনাকুনি দুটি পথ চলে গেছে দুটি দিকে
ক্রমশ একের থেকে দূরে আরো বহুদূরে,
মনের গভীরে ঢুকি সঠিক দিশার খোঁজে
ডাইনে অথবা বাঁয়ে!


জ্ঞানের ব্যাপ্তি এসে স্মরণ করিয়ে দিয়ে যায়
এক পথ নিরাপদ বটে সমস্যা নেই বলা চলে
অন্যতে ঘিরে আছে অজানা বিপদ ভয় যত
হতবাক আমি ভেবে সারা যাবো কোন পথে
ডাইনে অথবা বাঁয়ে!


আনমনে স্মৃতি ঝাঁপি খুলে খুঁজে করি বার
কোথাও কি মনে পড়ে যায় কোন পথে আগে
হেঁটেছি নির্জনেতে হাতে রেখে হাত দুজনে
অথবা সে কোন পথ যে পথে হারিয়েছি নিজে
ডাইনে অথবা বাঁয়ে!


ধূ ধূ পথ নির্জনে চলেছে নিজের মত করে
পথিক নেই সে পথে শূন্যতা আছে শুধু ঘেরা
হারাবো কোন সে পথের বাঁকে যার নেই দিশা
ভেবে ভেবে দিশেহারা আমি কোন পথ ধরি
ডাইনে অথবা বাঁয়ে!


স্তব্ধতা ঘিরে থাকে আমায় নিসঙ্গ একাকী
চরাচর জুড়ে থাকে নীরব কান্না ভেজা মন
গাঙচিল উড়ে যায় মাথার ওপর দিয়ে দূরে
পাখার শব্দে জেগে ভাবি যাবো কোন পথে
ডাইনে অথবা বাঁয়ে!


স্মৃতির অতল থেকে মন পায় তার দিশা
যদিও দুপথ গেছে চলে ভিন দিকে দিকে
সব শেষে মিশে গেছে তারা নয়ন আড়ালে
যে পথেই হোক শুরু শেষ হবে এইখানে এসে
কি ডাইনে কি বাঁয়ে।


[দুবাই, ১৬ই আগস্ট ২০১৯]
©চিন্ময়