[ দীপশিখা ]


দীপশিখা আমি
বুকে আমার জ্বলন্ত আগুন
সর্বগ্রাসী ক্ষুধা আমার
লেলিহান শিখায়।


কখনও শান্ত আমি,
আঁধারের বুক চিরে
ছড়াই আলোর রোশনাই,
কখনও ধ্যানমগ্ন যোগীর
চোখের সামনে জ্বলতে থাকা
দীপশিখা আমি—
মনঃসংযোগের আধার।


কখনও দুরন্ত আমি
দাবানলের মত ছড়িয়ে পড়ি
জঙ্গল থেকে জঙ্গলে,
গ্রাম থেকে গ্রামে পেরিয়ে
সবকিছু গ্রাস করে
শান্ত হই আমি।


হোমানলের দীপ্তি আমার
সর্ব শরীর জুড়ে,
মানব কল্যাণে হোমের
ঝলসে ওঠা হুতাশনে
যুগ যুগ ধরে আমি
বয়ে আনি শান্তির বার্তা।


প্রস্তর যুগে আমায়
আবিষ্কারের সূচনা থেকে
আজও আমি অমর,
সময়ের সাথে সভ্যতা
বেড়ে উঠেছে আমায় ভর করে।


আজও আমি চির দীপ্তি মান।।


[দুবাই, ২০শে আগস্ট ২০১৯]
©চিন্ময়