[ধোঁয়াশা]


কালো ধোঁয়ায় ঢেকেছে মুখ রাজধানী সরগরম
ব্যাস্ত সবাই খুঁজতে কারণ তৎপরতা চরম।
চারদিকেতেই সতর্কতা মিডিয়া দেয় খবর
পাশের লোককে যায়না চেনা ধোঁয়াশাটা জবর।
মন্ত্রণালয়ও রাখছে খবর লোক দেখানো চাল
রাজনীতিতে আটকে দুষণ জনচেতনায় আকাল।
মুখোশ পরেই চলছে জীবন তামাম জনতার
ফুসফুসেরও বেহাল দশা নির্বাক সরকার।
গোদের ওপর বিষফোড়াটা অকালের বরষণ
সর্দি-কাশি জ্বরের প্রকোপ বেড়ে চলে অনুক্ষণ।
কেউ নেয়না দায়ভার এর চাপানউতোর চলে
বেকায়দাতে মানুষ ফাঁসে তর্কের ঘোলা জলে।
কেউবা বলে পঞ্জাবই আজ এই দুষণের কারণ
জ্বালিয়ে বাদাড় অকালেতে ডেকে এনেছে মরণ।
আশার কথা যে যাই বলুক সমাধান নেই কিছু
হাজার বুঝেও আমরা ছুটছি অবক্ষয়ের পিছু।
হচ্ছে শতেক পরিকল্পনা আর বসছেও কমিশন
কাজের কাজটা হচ্ছেও না মুখেতে আস্ফালন।
গর্জে ভীষণ বর্ষে না ঠিক ফি-বছর একই হাল
দুষণ আছে আগের মতই রাজধানীতেই বহাল।
মূল্য দিয়েই যায় যেখানে দেশের আইন কেনা
পরিণতি তার কেমন হবে সেতো সকলের জানা।
নিজের পায়েই মারছে কুড়ুল সকলেই জেনেশুনে
হাতে-হাতে ফল পাচ্ছেও তাই সাধারণ জনগণে।
হাড়ে-হাড়ে আজ বুঝতে পারছে ভবিষ্যতের দশা
নেইকো রেহাই সয়ে যেতে হবে এই সব দুর্দশা।
ভবিষ্যতের প্রজন্মকে কি যে দিয়ে যাবো ভাবি
ভূতের বোঝা বাড়ছে কেবল ধোঁয়াশা ছায় সবই।


[দুবাই, ৩রা নভেম্বর ২০১৯]
©চিন্ময়