[ দিশা ]


স্বপ্ন জড়ানো মনের কোণে
অজানা অতিথি এসে,
মন-ক্যানভাসে আলপনা দেয়
জলপরীদের বেশে।
কল্পনারই আলপনাতে
আলতো তুলির টান,
হঠাৎ যেন খুশির জোয়ার
ছুঁয়ে চলে যায় প্রাণ।
পরীর পরশ প্রাণে ছড়ায়
খুশিয়ালি ভরপুর,
হৃদ-মাঝারে শুনতে যে পাই
মায়ায় জড়ানো সুর।
মনের পাতায় সুরের দোলা
জলপরীদের তান,
কল্পনাতে যায় মিশে যায়
আনন্দ কলতান।
মনের মুকুরে কথ-কথায়
ভেসে ওঠা যত গান,
খানিকটা তার বাঁধন হারা
কিছু কিছু কলতান।
চোখের তারায় স্বপ্ন ভাসে
জাগায় মনেতে আশা,
মনের কিনারে জলছবি ঐ
দেখায় নতুন দিশা।।


[কুয়েত, ২৯ শে জুন ২০১৯]
©চিন্ময়