[একপশলা বৃষ্টি]


একটা গল্প শুনতে চেয়েছিলে তুমি—
আমার কাছে।
মনের গভীরে ডুব দিয়ে আমি
তুলে আনতে চেয়েছিলাম
এমনই এক গল্প
যার মধ্যে নতুনত্বের স্বাদ থাকবে
আদর মাখানো অনুভূতি থাকবে
আর থাকবে ভালোবাসা।


গল্প খুঁজতে আমি
চলতি মেঘের ভেলায় ভেসে
পৌঁছে গিয়েছিলাম এক অচিন দেশে।
একফালি ভাসা মেঘ সেথায়
আমায় দেখে গা-ঘেঁষে এসে
কৌতূহলী হয়ে প্রশ্ন করল,
"কিসের খোঁজে ঘুরছো হেথায়,
কোন গাঁয়েতে থাকা হয়?”


ঘাড় ঘুরিয়ে উত্তর দিতে গিয়ে দেখি
ফুসমন্তর—
কৌতূহলী মেঘ কোথায় উড়ে গেছে,
রেখে গেছে স্বপ্ন দিয়ে বোনা
ভালোবাসায় জড়ানো আর
একটুকরো আদর মাখানো
হিমেল বাতাস।
আমি আনমনা হই
বাতাসের নিবিড় আলিঙ্গনে
ভেসে যাই আবার কল্পলোকে।


তোমার জন্যে গল্প লিখতে গিয়ে
রঙিন প্রজাপতি আর
মেঘেদের সাথে খেলায় মাতি—
হারিয়ে যাই দূর অজানার কোলে,
মেঘ যেখানে রোদ্দুরের সাথে
লুকোচুরি খেলে,
শিউলি ফুলের সৌরভে
আকাশ বাতাস মুখরিত হয়,
চড়ুই পাখি এক্কাদোক্কা খেলে
মেঘের সামিয়ানায়।


হৃদয়ের মাঝে আসন পাতা ছিল
তুমি আসবে বলে—
আশা ছিল নতুন গল্পের ডালি সাজিয়ে
ভরে দেব তোমার হৃদয়।
সহসা, অনেক দিনের পর
বাতাসের নিঃশ্বাসে তোমায় টের পাই
হৃদয় গভীরে।
তোমায় গল্প শোনাতে গিয়ে
সবকিছু এলোমেলো হয়
মনভোলানো মন্ত্রে।
হঠাৎ একপশলা বৃষ্টি এসে
এক নিমিষে ভাসিয়ে নিয়ে যায়
আমার অসম্পূর্ণ স্বপ্নগুলো।


[কুয়েত, ২০শে নভেম্বর ২০১৯]
©চিন্ময়