দীর্ঘ বিরতির পর আবার ফিরে এলাম কবিতার আসরে। কবি বব্ধুরা আমার হঠাৎ এই অনুপস্থিতি ক্ষমা করে দেবেন। ফিরে এসে আমার আজকের নিবেদনঃ


[ফেরা]


ফিরবো বললেই কি ফেরা যায়?
নাকি ভুলবো বললেই ভোলা!
মন কেমন করা বিকেল অথবা
নীরব রাতের গহন আঁধার—
কোথায় যেন মনের মধ্যে শেল বেঁধে।


নাগরিক সভ্যতার চাওয়া-পাওয়া
আর তার জটিল সমীকরণ—
দিনশেষের বিলীয়মান কুয়াশায়
বিলীন হয় ধীর লয়ে, পলে পলে—
এক জীবনের কেনা-বেচা হয় শেষ।


খাদের কিনার থেকে অতলে ঝাঁপ,
তার পরেও কি ফেরা যায় আবার?
দুখের কিনারে দাঁড়িয়ে আমরা
দুঃখকে ভুলতে চাই বটে, তবে,
দুঃখই বোধহয় আমাদের বাঁচিয়ে রাখে।


অব্যক্ত এক বেদনা কুরে কুরে খায়
সমস্ত চেতন আর অবচেতনের জগৎ,
উৎস হতে বিলীন চক্রে বিলুপ্ত হয়ে
পরিসমাপ্তি ঘটে সকল আশার—
দেহ বেঁচে থাকে শুধু সকলের গোচরে।


[দুবাই, ২০শে মার্চ, ২০২০]
©চিন্ময়