[ ফিরে পাওয়া ]


ক্ষমো মোর ক্ষমো ওগো প্রিয়তম
দূরে দূরে আর থেকোনা,
এতকাল পরে আসিলে যে ফিরে
আর দুরে সরে যেওনা ।


তুমি কখনতো কিছু চাহনিতো
ভালবাসা ছাড়া জীবনে,
দিতে যে গো চাই যাহা চাহ তাই
আজি এ মধুর লগনে।


চোরা চাহনিতে সেদিন নিভৃতে
প্রাণে দিয়েছিলে আশা,
মনের গোপনে ছিল যে যতনে
আজও সেই ভালবাসা।


সহসা কি হলো সব এলোমেলো
পরাণ উঠিল উথালি,
হাসি মাখা মুখ জীবনের সুখ
হারালো হঠাৎ সকলি।


দিন চলে যায় রাত কেটে যায়
ব্যথায় হৃদয় ভরে,
চোখের তারায় আঁধার ঘনায়
আঁখি হতে বারি ঝরে।


সহসা যে দেখি সেই তুমি একি
পিছন পানেতে তাকায়ে,
ডাকিছ আমায় এ কোন মায়ায়
সমুখে দুহাত বাড়ায়ে।


দখিনা বাতাস প্রাণে দেয় শ্বাস
ফিরায় সকলি চেতনা,
শেষ হয় জ্বালা কাটে কালবেলা
আর জীবনের যাতনা।


©চিন্ময়
বিঃদ্রঃ পুরানো ডায়েরির পাতা থেকে