[ হরিজন ]


দলিত বলেই থেকে যাবে কেন
পায়ের নিচেতে পড়া,
এদেশটা জেনো তোমাদের ওই
রক্তে ঘামেতে গড়া। 
স্বাধীন দেশের মানুষ তোমরা
এ মাটির সন্তান,
কলুষ মুক্ত এদেশ পিছনে
তোমাদের অবদান।
তোমরাই বীর মনে রেখো সদা
ভুলোনাকো ইতিহাস,
দেশ ও দশের মহানাগরিক
তোমরাই হলে খাস।
তোমাদের ছাড়া চলে নাকো দেশ
যায় ডুবে রসাতলে,
সংসার হয় অচলায়তন
তোমরা না দেখা দিলে।
কাহার শবর যে যাই বলুক
বলুক না হরিজন,
বেদে বাওয়ালী জোলা হাজাম
সকলেই পরিজন।
কামার কুমোর পাটনী নিকারি
যাযাবর মালাকার,
তোমরাই মূল দেশের সেবক
নয় নেতা জমিদার।
তোমাদের তরে সুখে বাস করে
তামাম জনতা আজ,
বঞ্চিত তবু পেশার কারনে
তোমরাই পরো তাজ।
সমাজের যারা অধিপতি তারা
শোষণ উৎপীড়নে,
তোমারে করেছে আজীবন দাস
ক্রমাগত নিপীড়নে।
অভাবি তোমরা কোথাও প্রবাসী
অবহেলা প্রতিদিন,
কেন মুখ বুজে সয়ে যাও সব
নিজেকেই করে হীন?
পায়ের তলায় থেকো নাকো আর
চেয়ে নাও অধিকার,
তোমরাই হলে মূল কারিগর
এদেশের রূপকার।
তবুও পিছনে থেকে যাবে কেন
ঝুঁকিয়ে তোমার শির,
সবার উপরে তোমরা আসীন
তোমরাই হলে বীর।
সময় এসেছে প্রতিবাদ করো
সদলে এগিয়ে যাও
হীনমন্যতায় না ভুগে এবার
অধিকার বুঝে নাও।।


[কুয়েত, ১লা জুলাই ২০১৯]
©চিন্ময়