[ হৃদয়ের কবিতায় ]


আমার হৃদয় জুড়ে থাকা
এক বিবশতা ছায় তোমার ভাবনায়,
হেমলক পানে নিদ্রাহীন
সুদীর্ঘ রাত কাটে তোমারই আশায়,
চেতনার রঙে রাঙা হয়ে
রক্তকরবী ঝরে আমার আঙিনায়,
নিঃসঙ্গতা গ্রাস করে
অসাড় দেহে প্রতিটা শিরা উপশিরায়,


আমি স্বপ্নজাল বুনে যাই
তোমারই আশায়।


তোমার স্বপ্নে ডানা মেলে
উন্মুক্ত আকাশ দেখি প্রাণের চাওয়ায়,
পড়ন্ত বিকালের আলোয়
দীর্ঘ অবয়ব দেখি স্তিমিত স্নিগ্ধতায়,
আবেগঘন মায়াজড়ানো
গভীর চোখের চাহনিতে দৃষ্টি থমকায়,
অশ্রুকণা গড়িয়ে পড়ে
মুক্ত ধারায় তোমার নয়ন কিনারায়,


নীল আকাশের মেয়ে আমায়
স্বপ্নেতে ভাসায়।


স্বপ্ন জড়ানো আলিঙ্গনে
গভীরে ভেসেছি আমি মনের কিনারায়,
নিঃসঙ্গতার সাথীকে সব
উজাড় করে দিয়েছি পরম ভরসায়,
অলীক সুখের টানে আমি
হারিয়েছি বিপুল বিশ্বে অসীম দূরাশায়,
হৃদয় মাঝে লুকিয়ে রাখা
ভালোবাসার ভাণ্ডার সঁপেছি তোমায়,


হৃদয় দিয়ে পেয়েছি তোমায়
হৃদয়ের কবিতায়।


[দুবাই, ২৮শে সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়