[ ইচ্ছে ]


ইচ্ছে করে মনের পাতায়
তুলি দিয়ে স্বপ্ন আঁকি,
ইচ্ছে করে মন যমুনার
ভাব তরঙ্গে ভেসে থাকি।
ইচ্ছে করে তোমার কথার
রং বাহারি মালা গাঁথি,
ইচ্ছে করে আজ নিরালায়
মনের ভিতর একলা থাকি।
ইচ্ছে করে তোমার হাসির
ঢেউ এর তালে নাচতে থাকি,
ইচ্ছে করে কূল হারিয়ে
মাঝ দরিয়ায় ভাসতে থাকি।
ইচ্ছে করে তোমার চোখের
ওই গভীরে সাঁতার কাটি,
ইচ্ছে করে অচিন পথে
আপন মনে একলা হাঁটি।
ইচ্ছে করে কোমল হাতে
তোমার চুলে বিলি কাটি,
ইচ্ছে করে রূপসাগরে
ঢেউ এর উপর দিয়ে হাঁটি।
ইচ্ছে করে স্বপ্নে তোমার
কোমল হাতের পরশ পাই,
ইচ্ছে করে প্রেম সাগরে
তোমায় নিয়ে হারিয়ে যাই।
ইচ্ছে করে কথা আলাপ
সবেই থাকুক প্রাণের হাসি,
ইচ্ছে করে মন ভোলানো
কান্না হাসির দোলায় ভাসি।
ইচ্ছে করে দূর প্রবাসে
হিয়ায় তোমায় আগলে রাখি,
ইচ্ছে করে পাগল পারা
হৃদয় ভরে তোমায় দেখি।
ইচ্ছে করে প্রেমের পরশ
লাগাক দোলা তোমার মনে,
ইচ্ছে করে মেলুক ডানা
স্বপ্ন যত তোমার মনে।
ইচ্ছে করে নতুন করে
চাঁদটাকে আজ সাক্ষী করি,
ইচ্ছে করে আজ নিশিদিন
তোমায় শুধুই তোমায় হেরি।


[সিঙ্গাপুর, ২০১৫]
©চিন্ময়