[জ্বালাও শিষ]


ধর্মকে নিয়ে করে যাও যারা বিভেদের এই খেলা
অন্তর থেকে অনুনয় করি থামাও এসব খেলা।
এ পথ নয়তো দেশজ শিক্ষা নয় এ'তো সনাতনী
কৃষ্টির সাথে বেমানান এটা নয়কো স্বদেশী বাণী।
বিভেদ আগুন পড়ছে ছড়িয়ে দেশ শহর অন্দরে
কোথা ধিকধিক কোথা দাউদাউ চেনা ঘাট বন্দরে।
উথলে উঠছে প্রতিবাদী ঢেউ হিংসা ছড়ায় পথে
নয় এ ঘটনা শোভাবর্ধক লজ্জা জাতির মাথে।
অনেক সয়েছে এ-দেশ লজ্জা আর কেন হানাহানি
ফিরিয়ে আনোগো দেশ-গৌরব ছড়াও মধুর বাণী।
বীর সুভাষ আর বিবেকানন্দ গড়েছে মহান দেশ
এ-দেশ চিনেছে জগৎ সভা ভুলে ভেদাভেদ দ্বেষ।
শুনতে কি পাও দেশের নায়ক দেশের মাটির কথা
বিভাগ জ্বালার দগদগে ঘায়ে এখনও রয়েছে ব্যথা।
বুক চেরা ক্ষত বেদনা ঝরায় ঝড় ফুলে ওঠে প্রাণে
আবার সে জ্বালা সইবার কথা মনেতে বিষাদ আনে।
দোহাই তোমরা আর ঢেলো নাগো বিভেদের ঐ বিষ
একসাথে গাঁথো বিবিধের মালা জ্বালাও জ্ঞানের শিষ।


[দুবাই, ২০শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়


শিষ>> প্রদীপ শিখা