[ জিহাদ ]


মানব বোমার আঘাত হেনে
নিজেও হলি শেষ
কেমন ত'রো জিহাদ এটা
সৃষ্টির ওপর দ্বেষ।
ঝলসে ওঠে মারণ বোমা
বোঝেনা তায় কেহ
প্রাণ খুইয়ে রইল পড়ে
আবালবৃদ্ধ দেহ।
ধরার বক্ষ কম্পিত হয়
নিথর সব দেহ
নীরব হয় 'ক্ষমা'র বাণী
যায়না চেনা কেহ।
ধ্বংস মাঝে পড়ল চাপা
সৃষ্টি রসাতলে
হারিয়ে গেল স্বপ্ন হাজার
ধর্ম রোষানলে।
শোকের ছায়া নামল দেশে
বাতাস হল ভারি
ডুকরে কাঁদে জগৎ মাতা
সন্তান যায় তারি।
বলতে পারো এমন কেন
হিংসা আর দ্বেষ
শত্রুতা আর হানাহানির
কোথায় কবে শেষ!
জিহাদ জেরে মাসুল দিল
যেসব তাজা প্রাণ
জানলো নাতো কিসের দোষে
বিঁধল বুকে বাণ।
কে-তার দেবে জবাব বলো
তোমরা হোতা যারা
জাতির লজ্জা তোমরা সবাই
কলঙ্কতে ভরা।
বলতে পারো কি-দোষ ছিল
ধর্মে মতি যার
আরেক ধর্মে কাড়লো কেন
স্বপ্ন যত তার।
নেইতো জবাব ওদের কাছে
আজ বুঝেছি সার
হয়েছে সময় গর্জে ওঠার
ভাবো একটি বার।


[কুয়েত, ৫ই মে ২০১৯]
©চিন্ময়


বিঃ দ্রঃ - শ্রীলঙ্কায় বর্তমান কালে ঘটে যাওয়া জঙ্গি হানার প্রতিবাদে এই লেখা।