[ যুদ্ধ নয় শান্তি চাই ]


নেটিজেনরা কলাম লেখেন
যুদ্ধ দিয়েই বদলা চাই,
আসল লড়াই করতে কিন্তু
শক্ত বুকের পাটা চাই।
সীমানা জুড়ে লড়াই কি আর
কলাম লিখেই শুরু হয়,
দু'চার পাতায় লাইক কমেন্ট
এসব করে হয়না জয়।
যুদ্ধ কখনো হয়না সুখের
শুধুই সেথায় প্রাণহানি,
সমাধানটা উচিত খোঁজা
থামিয়ে দিয়ে হানাহানি।
পাঠালে ভাই রণাঙ্গনে
স্বজন কিম্বা নিজের ছেলে,
বুকের পাটা বোঝা যাবে
বুঝবে যুদ্ধ কাকে বলে।
যুদ্ধ কি আর হাতের মোয়া
কলাম লিখলে শুরু হয়,
হঠকারিতায় দুনিয়া থেকে
গোটা দেশ কি মোছা যায়?
দেশ ও দশের ক্ষতি ছাড়া
সমাধান কি যুদ্ধ দেয়,
ঘর সংসার হারায় যাদের
তারাই জানে কিসের ভয়।
কত মায়ের কোল খালি হয়
হারায় সোহাগ কত ঘরে,
কত শত শিশু পিতায় হারায়
অকাল আঁধার নামে ঘরে।
যুদ্ধের ফল ইতিহাস বলে
শান্তি আসেনি কোনো কালে,
শাসক দলের যাঁতায় পড়ে
প্রাণ যায় শুধু তিলে তিলে।
এপারের দাবী আমরাই জয়ী
ওপারের দাবী জিতেছে ওরা,
মাঝখান থেকে নাস্তানাবুদ
সীমান্তে আজ রয়েছে যারা।
স্বজন হারানো পরিজন ছাড়া
আর সকলেই ভুলে যাবে,
সময়ের সাথে হারানোর ব্যথা
তিল তিল করে কুরে খাবে।
জঙ্গী মুক্ত স্বদেশ গড়তে
অশুভ শক্তি করে যাচাই,
আচমকা চাই প্রতিঘাত হানা
জঙ্গি ঘাঁটিকে করে বাছাই।
আজকাল দেখি জঙ্গিরা সব
শাসক মদতে শক্তিধর,
ভাবার সময় এসেছে এবার
বাধলে সমর লাভ টা কার।
এসো না সবাই হাতে হাত ধরি
জঙ্গী দমনে জোর লাগাই,
এপার ওপার সীমা ভুলে বলি
যুদ্ধ নয়কো শান্তি চাই।


[কুয়েত, ৮ই ফেব্রুয়ারি ২০১৯]
©চিন্ময়