[কালকূট]


সময়ের সাথে বদলিয়ে রঙ এ কোন খেলায় মগ্ন
সম্পর্কের কিনারেতে এসে সবই করে দিলে নগ্ন।
প্রেমের আবেগে মত্ত ছিলাম সত্যি বুঝিনি আগে
এতদিন পরে ঘুমের বিলয়ে বেদনার স্মৃতি জাগে।
মনের গভীরে প্রেম খুঁজে বুঝি এতদিন ছিনু অন্ধ
প্রেমের পিছনে জমা রাশি রাশি পুতিময় দুর্গন্ধ।
পাবার ভাঁড়ারে ডুব দিয়ে দেখি শূন্য সকলই শূন্য
সঞ্চিত শুধু ব্যথা অভিমান জমা নেই কিছু পূণ্য।
রুক্ষ বচনে ছুঁড়ে দাও ঘৃণা মনে করো মোরে বন্য
অন্তরে বিষ ঢেলে দিয়ে তুমি করলে আমায় ধন্য।
পচা গলা যত নগ্ন কথারা একে একে বেঁধে শেল
বিধির লিখন খন্ডাবে কেবা প্রাণ হয়ে গেল 'হেল'।
প্রেমের শুরুতে ভেসেছিল প্রাণ সীমাহীন প্রান্তরে
যূথচিন্তনে মেতেছিল দোঁহে উভয়েরই অন্তরে।
এত জমা ক্রোধ এত বিতৃষ্ণা সকলই আমার জন্য
ভালোবেসে শেষে অবজ্ঞা পেয়ে জীবনটা হল ধন্য।
এত কথা ছিল এত সাধ ছিল বাঁধা ছিল এক ডোরে
অন্তর হতে এত দূরে আছি বুঝিনি প্রেমের ঘোরে।
আজকে যখন ধেয়ান ভাঙল চারিদিকে দেখি চেয়ে
হলাহল আজ ভরেছে শরীরে শূন্যতা গেছে ছেয়ে।


তবুও বাঁচি অগাধ আশায় তাকেই যে ভালোবাসি
যতই আঘাত আসুকনা তবু প্রেম যমুনায় ভাসি।


[দুবাই, ১২ই ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়