[ কবিতা তোমার জন্যে ]


ভালোবাসার শ্রাবণ ধারা
যেদিন ছুঁয়ে যাবে মনের আকাশ,
উন্মুক্ত আকাশে স্বপ্নেরা ডানা মেলে
হাতছানি দিয়ে ডাকবে আমায়,
তোমায় নিয়ে লিখবো আমি
একটা স্বপ্নের কবিতা।
সে কবিতা চিরন্তন থাকবে
তোমার হৃদয় জুড়ে।
শিশিরকণা যেমনি জড়িয়ে থাকে
সবুজ ঘাসের আগায়,
তেমনি করে আগলে রেখো তারে
তোমার ভালোবাসায়।
ছেড়ো নাকো কখনও তাকে
অনন্ত অসীমের হাতে,
বেঁধে রেখো তারে প্রেমে আর
সীমাহীন গভীর মগ্নতায়
সারাজীবনের মত যত্ন করে।
আমি লিখে যাব তোমায় নিয়ে
আরও কবিতা, নিঃশব্দে,
সে কবিতারা জ্বলজ্বল করবে
অনন্তকাল ধরে চির শাশ্বত হয়ে
তোমার হৃদয়ের মাঝে।
বিষন্নতা যখন উঁকি দেবে
মনের আড়ালে,
একাকীত্বের জ্বালা বন্দর খুঁজবে
নোঙরের আশায়,
মনের গহীন কোণে
খুঁজে দেখো আমায়
খুঁজে দেখো আমার নৈশব্দের মানে।
ইতিহাসের পাতায় উঁকি দিয়ে দেখো
খুঁজে নিও সাক্ষী হয়ে থাকা
আমার সেই স্বপ্নের কবিতা।


[কুয়েত, ৪ঠা এপ্রিল ২০১৯]
©চিন্ময়