[ কৃষ্ণচূড়ার প্রতি ]


তোমার কাছে হার মেনেছে
কৃষ্ণচূড়ার কলি,
অকূলে তার কূল মিলেছে
বিষাদ বেদন ভুলি।
কালবৈশাখীর নাচন বুকে
অজানা তার ছন্দ,
নিভৃতে সে নাড়ায় কড়া
ভুলায় সকল দ্বন্দ্ব।
ঢেউ এর পরে ঢেউ মিলে যায়
অবিরাম তার চলা,
তীরের বুকে বিলীন হয়ে
শেষ হয় তার খেলা।
গভীর থেকে গভীরে ধায়
তোমার ভালবাসা,
হৃদয় মাঝে নিত্য যেন
তারই যাওয়া আসা।
স্মৃতির কোলে স্মৃতি জাগে
অজানা কোন দেশে,
বুকের মাঝে আগুন খোঁজে
কৃষ্ণচূড়ার বেশে।


[সিঙ্গাপুর, ৩১শে আগস্ট ২০১৫]
©চিন্ময়