ক্ষণিকা-১


নয়ন সমুখে যাহা পাই
দুহাতে জড়ায়ে ধরি তারে,
মনের অতল তলে নেমে
কুড়াই স্বপ্ন বারে বারে।


ক্ষণিকা-২


বৃষ্টি নামে চোখের কোনে
ঝাপসা নত আঁখি,
আকাশ থেকে স্বপ্ন ঝরে
উদাস মন পাখি।


ক্ষণিকা-৩

সকাল ফুরিয়ে সন্ধ্যা ঘনায়
আকাশে চাঁদের খেলা,
মধুরিমা ঢালে চরাচর জুড়ে
প্রাণে দিয়ে যায় দোলা।


ক্ষণিকা-৪


দিগন্তপারে আলো খেলা করে
দিকেদিকে তার আভা,
জ্বলে আর নেভে আরবার জ্বলে
মনোরম তার শোভা।


©চিন্ময় মণ্ডল