[ মানবতা ]


আকাশে বারুদের গন্ধ
ধেয়ে চলেছে মৃত্যু মিছিল
ছিন্নভিন্ন দেহ জুড়ে শুধু
কালো রক্তের টিকা।
জঙ্গী বারুদের স্তূপে
রাখ হয়েছে অগুনতি স্বপ্ন,
বুকের মাঝেই পুড়ে ছাই
স্বাভাবিক জীবনের ছন্দও।
লোলুপ শকুনের দৃষ্টিতে দেখি
অপরিসীম জিঘাংসা,
ধর্ম রক্ষার নামে এ এক
অমানবীয় প্রচেষ্টা।
দলা পাকানো চেহেরাগুলো
জেহাদি মনের প্রতিবাদ হয়ে
তখনও জ্বলছে ধিকিধিকি
আপামর জনমানসে।
ধর্ম রক্ষায় যাদের জেহাদ
পরম করুণাময় ঈশ্বর
তাদের ক্ষমা করবেনা জানি
কিন্তু যে তাজা প্রাণ গেলো
যে সংসার আজ ভেসে গেল
যে ভালোবাসা চাপা পড়লো
ওই ধ্বংস স্তূপের মাঝে
ধর্মান্ধতার পাথরে চাপা পড়া
ওই নরকের কীটগুলো
পারবে কি তা ফিরিয়ে দিতে!
ধর্ম রক্ষার নামে হুংকারই সার
ঐশ্বরিক ক্ষমতা তাদের নেই
ওদের রক্তপিপাসু চোখ তাই
বারে বারে হার মানে
চিরকালীন সত্য আর কালজয়ী
মানবতার কাছে।


[কুয়েত, ৮ই মার্চ ২০১৯]
©চিন্ময়