[ মিনতি ]


আকাশ জুড়ে মেঘের খেলা
পেঁজা তুলোর ভাতি,
শিউলি ফুলের সৌরভেতে
উঠলো ধরা মাতি।
ঘাসের শীষে শিশির দোলে
হরষে ভরে মন,
কাশ ফুলেতে মাঠ যে ভরে
ভরায় প্রাণ-মন।
হিমের ছোঁয়া লাগায় প্রাণে
মিঠে খুশির দোলা,
রঙের খেলা বক পাখাতে
আকাশ জোড়া মেলা।
আসছে শরৎ বাজছে প্রাণে
আগমনীর গান,
বৃষ্টি রোদের লুকোচুরি
খেলার অবসান।
ঢ্যাম কুড় কুড় বাদ্যি বাজে
বাজে হৃদয় বীণ,
আসছে দেবী আবার ফিরে
নিয়ে সুখের দিন।
দেবীর শুভ আগমনেই
উল্লসিত ধরা,
দশভুজার বোধনে তাই
এ-মন বাঁধন হারা।
নাচ গানেতে মত্ত সবাই
তাক ধিনতা ধিন,
স্বাধীন দেশে থেকেও মোরা
আজও পরাধীন।
ভেদাভেদ ও দ্রোহের পথে
ধ্বংস ডেকে আনা,
সাঙ্গ যেন হয় আজিকে
শান্তি মেলে ডানা।
আসুন সবে মিনতি করি
দেবীর কাছে মোরা,
অশুভ নাশ হোক আজিকে
শান্তিতে থাক ধরা।।


[চামরাইল, ১৯ শে সেপ্টেম্বর ২০০৮]
©চিন্ময়


[ প্রায় ১১ বছর আগে লেখা একটা কবিতা খুঁজে পেলাম ]