[মজার খেল]


সংক্রমণের মিছিল বাড়ে লাফিয়ে দিনের দিন
লড়াইটা দেশ করছে বটে ঢাল-তলোয়ার হীন।
স্বাস্থ্য সেবক চিকিৎসক আর আশা কর্মী যত
দিবা রাত্তির ব্যস্ত সকলে পীড়িত সেবায় রত।
ন্যুনতম পিপিই-র অভাব তবুও সেবায় রাজি
লড়াই করছে সেবক যারা জীবন রেখে বাজি।
নেই রাজ্যের রাজার থেকে কিছুই নাহি জোটে
রাজনীতি আর তরজা গানে মুনাফাটাই লোটে।
স্বাস্থ্য সেবক সবারই আছে পরিবার পরিজন
তাদের বেলা বিরূপ কেন বলতে পারো রাজন!
তাদের কথাও একটু ভাবো যোগাও হাতিয়ার
থাকলে তারাই করবে রক্ষা ভরসা থাকে আর।
প্রথম সুরক্ষা তাদেরই প্রাপ্য সেইটা দেখে কেবা
তাদের হঠাৎ বিয়োগ হলে কে-দেবে বলো সেবা।
সচেতনতার এই পাঠেতেই মহান রাজন ফেল
ভোকাল টনিকে যায় কি জেতা এত্ত বড় খেল।
কাঁসর-ঘণ্টা মোমবাতি দীপ জ্বালাও খুশি যত
একটুখানি ধেয়ানও দাও স্বাস্থ্যে বাজেট কত।
দেশের মধ্যে চিকিৎসকের সংখ্যা আজ নগণ্য
সেথায় যদি নজর না যায় রাজা কিসের জন্য!
স্বাস্থ্য সেবার বেহাল দশায় ভাবনাতেই স্বদেশি
মূর্তি না হাসপাতাল বলো কিসের কদর বেশি।
আজ বুঝেছ কামান দিয়ে যায়না যুদ্ধ জেতা
চিকিৎসাতেই ভরা ডুবি দেখাও যতই কেতা।
আল্লা-তালা রাম-লালা আর খ্রীষ্ট সবই ফেল
বিজ্ঞান আজ ভরসা শুধু এমনি মজার খেল।


[দুবাই, ১০ই এপ্রিল ২০২০]
©চিন্ময়