[ মন্টি ]


পুষেছি এক বিড়াল ছানা
নাম রেখেছি মন্টি,
এক ডাকেতেই দৌড়ে আসে
বাজিয়ে গলার ঘন্টি।
সঙ্গে আসে ছয়টা ছানা
ডাক দিয়ে মিউ মিউ,
আদর খেতেই কাছে আসে
ভয় করেনা কেউ।
দুধ-ভাত খায় মনের সুখে
খাবার বিচার নাই,
স্বাদ বদলের জন্যে কিন্তু
মাছটি পাওয়া চাই।
দিন রাত্তির ছোটাছুটি
ইঁদুর ছানার পিছে,
রাত্তিরে খায় তাদের ধরে
এ কথা নয় মিছে।
যতই তাদের মানা করি
ওরা থাকে ঠিক চুপটি,
যতই করি বারণ তাদের
তাকায় পিটি পিটি।


[কুয়েত, ১৪ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়