[ মুক্তি ]


দীপাবলির প্রদীপ
সাজানো তোমারই আঙিনায়—
কাজল কালো চোখের তারায়
উজ্জ্বল প্রতিফলন তার।
আঁধারের পটভূমিতে
বিচ্ছুরিত আলোর রোশনাই
তোমার মুখমণ্ডল ঘিরে।


রঙিন কারুকাজে আবৃত প্রদীপ
জ্বালিয়ে চলেছো তুমি
একটা থেকে আর একটা—
প্রতিটা দীপের আলো
শুষে নিচ্ছে গাঢ় আঁধার
ধীর লয়ে একটু একটু করে—
মুছে দিচ্ছে ফেলে আসা জীবনের
একটা একটা আঁধার দিক।


বুকের মধ্যে জমে থাকা
রাশি রাশি অভিমান
মনের আঙিনা ছেড়ে সুদূরে
পাড়ি দিচ্ছে চিরকালের মত।
উন্মুক্ত আকাশে মুক্তি
ডানা মেলে ভেসে বেড়াচ্ছে,
মনের কোণে জমা যন্ত্রণার পাহাড়
ঝরে ঝরে পড়ছে একে একে—
ভার-মুক্ত হচ্ছে মন ধীর পলে,
ক্ষমাসুন্দর দৃষ্টিতে ক্রমাগত
ধরা দিচ্ছে জগৎ সংসার—
মুক্তির আনন্দধারায়।


মৃদু আবহসঙ্গীতের সুর ভেসে আসছে কানে—
"এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়..."


[কুয়েত, ১০ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়