[ না-কবিতা ]


কবিতা আমার দিলাম আজিকে
তোমারে উজাড় করিয়া,
হৃদয়ের মাঝে জমে থাকা কথা
তোমার অন্তরে ভরিয়া।
বুক ভরা ব্যথা আর ব্যাকুলতা
এবং হৃদয় আকুলি,
রাখিলাম তারে হৃদি পিঞ্জরে
বাঁধিনু শিকলে সকলি।
মনের গহনে লালিত যতনে
না বলা কথার ভার,
সঁপিলাম তারে তোমার অন্তরে
খুলি হৃদয়ের দ্বার।
হেথা জমে থাকা অনুক্ত কথা
হয়নি যারা প্রকাশ,
এ ভার আজিকে দিলাম তোমাকে
করিও তারে প্রকাশ।


[সিঙ্গাপুর, ২০১৫]
©চিন্ময়