[ নিরালায় ]

চাঁদ উঠেছে নীল গগনে
আবছা মেঘের কোলে,
দূর নীলিমায় শুভ্র মেঘের
দোলনাতে সে দোলে।

কলঙ্ক তার থাকনা যতই
সে তো সবই জল্পনা,
ঢাকবে সবই পূর্ণিমাতেই
নয় তা নিছক কল্পনা।

শরৎ নিশার পূর্নিমাতে
পৃথ্বী হাসে শুভ্র সাজে,
দুরে কোথাও শিউলি ফোটে
গন্ধ বিলায় মিষ্টি লাজে।

কামিনিও তাই কহিতেছে ভাই
সাজায়ে ধরায় গন্ধে ভাসাই,
এমন মধুর চাঁদিনী রাতে
যা আছে মোর সব দিতে চাই।

মোর মন ছুটে যাই পাড়ি দিতে
অজানা কোন দেশে,
ওই চাঁদের সাথে পাল্লা দিয়ে
তেপান্তরের শেষে।

মন মেতেছে চাঁদের শোভায়
ফিরাই কেমন করে,
উদাস এ মন কিসের নেশায়
রইতে না চায় ঘরে।

আজকে রাতে হিয়ার আগল
ভাঙ্গলো কি ওই চাঁদ,
নিশিগন্ধার রঙিন নেশায়
টুটল নাকি বাঁধ!

আজ নিরালায় মন মেতেছে
এবার আমি যাই,
মেঘের ভেলার দাঁড়টি বেয়ে
হারিয়ে যেতে চাই।

[চামরাইল, হাওড়া, ১৯৯১]
©চিন্ময়

বিঃদ্রঃ পুরানো কবিতার খাতা থেকে।