[ নববর্ষ ]


বছর আসে বছর ফেরে
নেই কোনো তার শেষ,
মন্দ-ভালো মিলন মেলার
থাকে প্রাণেই রেশ।
পুরানোকে সরিয়ে দূরে
এগিয়ে যাওয়ার পণ,
উত্তরণের সোপান বেয়ে
নতুন খোঁজে মন।
বছর শেষে সঞ্চিত সব
মন্দ কথার ঝুলি,
কষ্ট কথা মান অভিমান
সব যেন যাই ভুলি।
নতুন পথে চলার খরচ
পুরানো থেকে নিয়ে,
এগিয়ে চলায় ব্রতী-যেন-হই
সকল হৃদয় দিয়ে।
ভুলের যত জমা পাহাড়
সরিয়ে অনেক দূরে,
স্বাগতম আজ নতুনেরে
মনের অচিনপুরে।
ফেলে আসা জীবন থেকে
কুড়িয়ে পাওয়া দান,
দিতে পারি আজ সবায় যেন
যথাযথা সম্মান।
জীবন মাঝে সঞ্চিত হওয়া
স্নেহের পরশ যত,
বিলিয়ে যেন পারি দিতে
আমার সাধ্য মত।
চাওয়া পাওয়ায় বছর ঘোরে
প্রত্যাশী মন চায়,
জীবন খাতায় হিসাব নিকাশ
আর কিছু সঞ্চয়।
বছরভরের প্রত্যাশা তার
হিসাব মেলে কই,
দুঃখ দিয়েই ঢাকা যে প্রাণ
সুখের আবেশ কই?
বছর ঘোরে সময় মেপে
দুঃখ থেকেই যায়,
দিন তারিখের বদলই ঘটে
দিন নাহি বদলায়।
বিষাদ ভরে মন আঙিনায়
দিন বদলের তরে,
বিরামবিহীন চলাই থাকে
শুধুই জীবনভরে।
বিষাদ যতই আসুক মনে
হাল নাছাড়ি আশার,
নতুন বছর হাতছানি দেয়
নতুন করে বাঁচার।


©চিন্ময়