[ নৈশব্দের ভাষা ]


হঠাৎ এক চিলতে দমকা হাওয়া
এলোমেলো করে দিয়ে গেল
মনের এপার থেকে ওপার—
ভালোবাসার মজবুত ভিতটা
নড়ে উঠলো আচমকাই।


অপার বিস্ময়ে
ডুব দিই হৃদয়ের গভীরে,
অবিশ্বাস আর ঘৃণা
ঝিলিক দিয়ে ওঠে সহসা,
অন্তরের গর্ভগৃহ থেকে
মুক্ত পথে বেরিয়ে আসে
অসম্মান আর বিশ্বাসহীনতা—
ভালোবাসার মোড়কে
তীব্র বেগে ছুটে আসে
অহংকারী আর কালিমালিপ্ত
ঝাঁক ঝাঁক বুলেট।


এভাবেই বোধহয়
শুরু হয় সম্পর্কের অবসান,
নিজের মনেই চলে
উত্তর খোঁজার তাগিদ,
ছুটে যাই উৎসমুখে
হাতড়ে ফিরি সম্পর্কের খতিয়ান—
যেখানে ভালোবাসা আর বিশ্বাস
নিবিড় থেকেছে সারাক্ষণ।


বিধাতার নিষ্ঠুর পরিহাসে
অলক্ষ্যে বাসা বেঁধেছে আজ
চরম অবিশ্বাস আর ঘৃণা,
কুহকী মায়ায় বাঁধা পড়েছে—
প্রবহমান সম্পর্কের হকিকত,
পথের বাঁকে হারিয়েছে
নৈশব্দের ভাষা।।


[কুয়েত, ২৪শে জানুয়ারি ২০১৯]
©চিন্ময়