[ নুতনের ডাক ]


গ্রহ তারা যদি হারায় গগন হতে
ডুবে যায় রবি একেবারে চিরতরে,
নীল নভ যদি কালো মেঘে যায় ঢাকি
চরাচর যায় গাঢ় আঁধারেতে ভরে—
আসে যদি ঝড় আসে নেমে ঝড়ো রাতি
নিভে যায় বাতি ঝড় খেলা করে ঘরে
প্রলয় নাচনে মেতে ওঠে যদি ধরা
ধ্বংস ছড়ায় সুজলা অবনী 'পরে—
সকল যাতনা ভুলিয়া থাকিতে পারি
থাকো যদি তুমি আমার হৃদ মাঝারে,
তুমি যদি রও সদাই আমার সাথে
ভুলে থাকি শোক রবি তারাদের তরে।
চরাচর যাক গাঢ় আঁধারেতে ঢাকি
আলোকিত রয় সকলি তোমার তরে,
প্রলয় নাচন আবাহন করে আনে
নুতনের ডাক আমার প্রাণের পরে।।


[কুয়েত, ৪ঠা জুলাই ২০১৯]
©চিন্ময়