[পরিবর্তন]


ঘূণ ধরা এই সমাজটাকেই
দাও বদলিয়ে দাও
মনের মাঝেত যত ক্ষোভ আছে
দাও উগরিয়ে দাও।
ইতিহাস বলে তোমরাই পারো
আরবার ফিরে দেখ
দিন বদলের পালার স্বপন
প্রাণভরে আজ দেখ।
হাতে হাত রেখে এগিয়ে গেলেই
দূর হয়ে যাবে ভয়
তোমাদের যূথ মিলিত প্রয়াস
দেখো এনে দেবে জয়।
ভীরুতা খোলস পিছে ফেলে রেখে
শান দাও হাতিয়ারে
শাণিত আঘাতে চুরমার হবে
জাল-গড় একেবারে।
এতকাল ধরে জমে থাকা ক্রোধ
মন থেকে টেনে আনো
তোমার আমার সংগ্রাম জেনো
বৃথা যাবেনাতো কোনো।
শক্ত হাতেই মোকাবিলা করো
জীবনকে রেখে বাজি
দিন বদলাবে নিশ্চয়ই জেনো
সুদিনে ভাসবে আজি।


[চামরাইল, হাওড়া, ৫ই অক্টোবর ২০১৯]
©চিন্ময়