[ প্রাণের কবি ]


মনের কবি প্রাণের কবি
সুরের কবি তুমি,
হৃদয়পুরের গভীর হতে
প্রণাম নিও তুমি।
তোমায় বিনা জীবন "রবি"
ছন্দ বিহীন লাগে,
তোমার সুরের পরশ পেয়ে
হৃদয় আমার জাগে।
মজি তোমার সুরের মায়ায়
সকাল কিম্বা সাঁঝে,
তাইতো তুমি আছো আমার
নিত্য কাজের মাঝে।
যেইখানে যাই সবখানে পাই
তোমার উপস্থিতি,
তুমি বিনা জগৎ আঁধার
হারাই নিজে নিতি।
কবি তুমি ভোরের বেলার
ঘুম ভাঙানো গান,
তুমি আমার দুপুর বেলার
আলস মাখা তান।
কওনা কবি কেমন করে
ভোলাও নিতি মোরে,
কোন সে যাদুর মায়ায় তুমি
বাঁধো প্রেমের ডোরে।
কোন মায়াতে ভুলাও আমায়
মন খারাপের দিনে,
কেমন করে সরাও মনের
আঁধার দূরের পানে।
জাদু কাঠির কোন সে পরশ
বুলিয়ে আমার প্রাণে,
চিরজীবন বাঁধলে আমায়
"রবি" তোমার ঋণে।
হে-কবিগুরু রবীন্দ্রনাথ
থাকো আমার সনে,
তৃষিত মনের প্রাণের কবি
মনের গোপন কোনে।।


[দুবাই, ১লা আগস্ট ২০১৯]
©চিন্ময়