[ প্রভাত ]


শান্ত অতল দিঘির জলে
লালকমল আর নীলকমলে
হাতছানি দেয় সাত সকালে
হাওয়ায় দুলে দুলে।
মেঘবালিকা শিশির ঢালে
কুয়াশা ছায় শীত সকালে
সূর্য্যি ওঠে মেঘের কোলে
আঁধার দূরে ঠেলে।
দমকা হাওয়া বিহান কালে
দিঘির জলে নকশা তোলে
পদ্ম পাতায় শিশির দোলে
চকচকে ঝলমলে।
ঘাসের আগায় শিশির ঝোলে
মধুর বাতাস অঙ্গে ঢালে
তাতা থৈ থৈ ছন্দে দোলে
হাওয়ার তালে তালে।
একলা আমি হিমেল কালে
আনমনা হই ওদের তালে
ঘড়ির কাঁটা সময় ভোলে
এমনি জীবন চলে।


[কুয়েত, ৮ই ফেব্রুয়ারি ২০১৯]
©চিন্ময়