[ প্রশ্ন ]


আরও কতদূর যাবে চলে
আপন মনের দুয়ার খুলে
চেনা পরধির প্রাচীর ঠেলে
অচিন পারেই হারিয়ে গেলে।
বেশতো ছিল আসা ও যাওয়া
হারিয়ে ফেলেও খুঁজে পাওয়া
হঠাৎ এসে পাগলা হওয়া
গ্রাস করলো চাওয়া পাওয়া।
দমকা বাতাস থাবা বসায়
চিকুর হাসে গাছের পাতায়
ঈশান কোণে ঝড়ের আভায়
হারায় সবি এক লহমায়।
মেঘেরা সব ভিড় যে জমায়
দুরে কোথাও মন যে হারায়
পাগল পারা বৃষ্টি ধারায়
এলোমেলো দৃষ্টি যে হয়।
ওঠে যে দোল মনেরই মাঝে
বসেনাতো মন কোনই কাজে
তোমারেই খুঁজি হৃদয় মাঝে
সময় করে নিত্য সাঁঝে।
পরান আমার আকুলি তায়
মনের হদিস পেতে যে হায়
অসীম মাঝে ছুটেই বেড়ায়
এদিক ওদিক ব্যাকুল হিয়ায়।
তুফান ওঠে মনেরই কোণে
ছড়িয়ে যে যায় দেহে ও মনে
উচাটন মন ক্ষণে ক্ষণে
ডাক দিয়ে যায় সংগোপনে।
পথিক পরাণ পথ যে ভোলে
বিষাদে প্রাণ ওঠে যে দুলে
ডুব দিয়ে ওই অতল তলে
খুঁজি তারেই সিন্ধু জলে।
কাটবে মনের এই যে দশা
যুক্তি বিহীন সকলই ভাষা
মনেরই মাঝে আজও আশা
আবারও ফিরবে ভালবাসা।