[প্রতারক]


মনপ্রাণ দিয়ে ভালোবাসা ছিল
খাদ ছিলনাতো তাতে
কেমনে বোঝাই ছিলনা ছলনা
প্রেম ছিল শুধু সাথে।
শুরু থেকে আজ সবেতেই আছে
প্রথমের ভালোবাসা
বদল ঘটেনি কোনো কিছুতেই
হৃদয়ে রয়েছে ভাসা।
তুমি যেটা বলো উপেক্ষা ঘৃণা
আসলেতো নয় ওটা
দিন যত গেছে বেড়েছে এ প্রেম
যা ভাবছো নয় সেটা।
তবুও উতলা হও মাঝে মাঝে
মনে জমে মিছে ক্রোধ
বিষ্ফোরণের তীর ছুটে আসে
ভেঙ্গে পড়ে প্রতিরোধ।
যুক্তির কোনো থাকেনা পরোয়া
থাকেনা বিচার বোধ
সন্দেহ বশে মিছে করো রাগ
বাড়াও মিছে বিরোধ।
কালিমার গ্লানি ভরে ভরে দাও
নীরবে কাঁদে এ প্রাণ
আর কত বাকি বলোনা সজনী
অপযশ অপমান!
বলে যাও তুমি বহু কটু কথা
না বুঝে সেটার ফল
ভাবোনা কখনও সত্য কতটা
কতটা মিশেছে জল।
ভালোবাসা যদি খাঁটি হয় তবে
বিশ্বাস কেন নেই
পদে পদে কেন হতে হয় বলি
জবাব দেবে কি সই?
ঘুরে ফিরে আসে বঞ্চনা কথা
প্রতারণা এল এই
এতদিনেও কি বোঝোনি হে সখা
প্রতারক আমি নই?
বিশ্বাস করো যাকে ভালোবাসি
দূরে থাক প্রতারণা
তাকে নিয়ে কোনো বিরূপ ভাবনা
সত্যিই নেই জানা।
তবুও কেমনে বলে দিলে তুমি
তুমিই কেবল সৎ
আমার দিকেতে প্রতারণা ছিল
শুরু থেকে যুগপৎ।
আজ মনে থাক খাঁটি ভালোবাসা
যা কিছু কপালে জোটে
তুমি প্রিয়তমা সৎ হলে আজ
আমি প্রতারক বটে!!


[দুবাই, ২০শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়