[রেলি-খোলা]


রেলি-খোলা'র বয়ে চলা
পাহাড় ঘেরা পথে
স্বচ্ছন্দ স্বচ্ছ জলের
আপন গতিপথে।


সঙ্গে চলে পাথর নুড়ি
ছন্দে জাগে গান
ঘুম ভাঙানো মিষ্টি সুরে
প্রাণে বাজায় তান।


পাহাড় চিরে ঝর্ণা নামে
গাঁয়ের সীমানায়
আপন সুরে বয়েই চলে
দূর সে অজানায়।


আঁকাবাঁকা পাহাড় বেয়ে
উজান পানে ধায়
অগভীর ওই পুণ্যতোয়ায়
প্রাণ ভরে সুধায়।


পাহাড় ঘেরা মেঘের কোলে
নদীর কলতান
মিষ্টি সুরের ছলাৎ ছলাৎ
বয়ে চলার গান।


পার হয়ে যায় মানুষ পশু
পার হয়ে যায় গাড়ি
স্বচ্ছ জলের ঝর্ণা ধারায়
মন ছুটে দেয় পাড়ি।


রংবাহারি ফুলের মেলায়
নদীর দুপার ছায়
রংবেরঙের প্রজাপতির
পাখায় রঙ ছড়ায়।


নানা পাখির কিচিরমিচির
পরিমণ্ডলে ছায়
দুই পারেতে তমাল শাখে
হাওয়ায় ভেসে যায়।


মেঘপিওনের ব্যাগের থেকে
পেয়েই ঠিকানা
পায়ে পায়েই দিগন্ত ছুঁই
অজানা হয় জানা।


[বিধ্যাং, ১৫ই অক্টোবর ২০১৯]
©চিন্ময়


বিঃদ্রঃ >> রেলি : হিমালয়ের একটি পাহাড়ি নদীর নাম। টিফিন দাঁড়া পাহাড় থেকে উৎপন্ন হয়ে প্রায় ৮ কিমি পাহাড়ি পথ অতিক্রম করে তিস্তা নদীতে মিশেছে। খোলা শব্দের অর্থ নদী। রেলি খোলা বা রেলি নদী বিধ্যাং গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।