[স্বপন]


স্বপনের মাঝে দেখা পাই তবু
বাস্তবে কেন পাইনা,
মনেতে আমার মেঘ জমে তবু
তোমায় কেন দেখিনা।


দিবানিশি আমি অনুভবে পাই
তোমায় মনের মাঝে,
তিয়াস মেটেনা দেখেও তোমায়
সকাল দুপুর সাঁঝে।


বোঝো নাকি ওগো তোমারি জন্যে
হৃদয় পুরের রানী,
সকরুণ বীণা মায়া ভরা সুরে
করে চলে কানাকানি।


কি আছে গোপনে নয়নে তোমার
শুধাই তোমারে আমি,
কিভাবে যে দুটি আঁখি তারা মাঝে
হারিয়ে যে যাই আমি।


পাইনা যে কূল হারিয়ে দুকুল
পারিনা তোমায় ধরিতে,
না পেয়ে যে বুকে নিদারুন দুখে
মুখ ভরে রাখি হাসিতে।


বুকে জ্বালা সয়ে হাসি মুখে রয়ে
হারাই নিজেরে অতীতে,
খুঁজে ফিরি আজো তোমারেই আমি
বেদনা বিধুর স্মৃতিতে।


[কুয়েত, ১লা অক্টোবর ২০১৯]
©চিন্ময়