[ সায়হ্নে ]


আজি এ সায়নে বিজন কাননে
বসিয়া ছিলাম ধেয়ানে
ধেয়ানের মাঝে বিভোর ছিলাম
শশী তারকার সনে।


বসিয়া একাকী ধেয়ান মাঝারে
লেখনি লইয়া ক'রে
কবিতা চয়নে মগ্ন ছিলাম
অবচেতনার স্তরে।


ঘুরিতে ছিলাম আপন মনেতে
নীল আকাশের গায়,
চয়িতে ছিলাম ছোট ছোট কথা
অজানার আঙিনায়।


সত্তার মাঝে থাকিয়া বিভোর
খুঁজিতে ছিলাম মনে,
ভাবিতে ছিলাম মিলনের কথা
জীবন দেবতা সনে।


দেবতার সনে মিলন পিয়াসী
আমার মনের মাঝে,
ছিলাম বিভোর কতকাল আমি
না জানি এ হেন সাঁঝে।


বিরাজ ছিলাম অন্তরীক্ষে
ধরা ছেড়ে বহু দুরে,
বেজেছিল সুর রুদ্র বীণায়
সকরুণ এক সুরে।


হঠাৎ চমকি ভাঙিল ধেয়ান
দেখি এ নয়ন মেলে,
কবিতা পত্র পূর্ণ আমার
অনাদরে অবহেলে।


[চামরাইল, হাওড়া, ১৯৯১]
©চিন্ময়


বিঃদ্রঃ পুরানো কবিতার খাতা থেকে।