[শাপমোচন]


অনেক পুড়েই হয়েছো খাঁটি সোনার বরণ মেয়ে
আর জ্বোলোনা লক্ষ্মী সোনা দেখো এবার চেয়ে।
জ্বললে জ্বলো প্রদীপ হয়ে ছড়াও তোমার শিখা
দীপ্তি তোমার দেখাক দিশা দূর হোক সীমারেখা।
আঁধার মনের দুয়ার খুলে বাইরে দাঁড়াও এসে
জগৎকে চেনো নতুন করে মুক্তির হাসি হেসে।
তাকিয়ে দেখো নতুন ভোরে নতুন দিনের আলো
দূর করে দাও আবর্জনা মনের যত কালো।
সরাও দূরে যত অশান্তি শান্তির দূত হও
দীপ্ত প্রেমের জোয়ার হতে ভালোবাসা খুঁজে নাও।
ভরবে জীবন নতুন স্বাদে আসবে ফিরে প্রাণ
ধন্য হবে জীবন তোমার দেখবে এই ভুবন।
থাকবে তোমার চরণ চিহ্ন তিন ভুবনের পারে
আলোক শিখা ছড়িয়ে যাবে নতুন দিনের ভোরে।


[দুবাই, ২৮শে ডিসেম্বর ২০১৯]
©চিন্ময়