[ শ্রাবণ-ধারা ]


বহুদিন পরে আসিল রে ফিরে
আবার শ্রাবণ ধারা,
ঝিরি ঝিরি করে পড়ে বারি ঝরে
পুলকিত হয় ধরা।
ঝর ঝর করে অবিরাম ঝরে
অবিরল এই ধারা,
মৃদু বায়ু বয় মেঘেরাও ধায়
যেন স্বপনের পারা।
বাহিরে তাকাই দেখিতে না পাই
বৃষ্টি থামার চিহ্ন,
জলদেরা যেন চারিদিক হতে
করে দেবে সব ছিন্ন।
গবাক্ষ হতে পাই যে দেখিতে
হইয়া বরষ সিক্ত,
লতা গাছ পালা করিতেছে খেলা
আনন্দে হয়ে মত্ত।
সময় গড়ায় বারি থেমে যায়
আলোকে আকাশ ভরে,
ছোট ছেলে একা কাগুজে নৌকা
ভাষায় জলের পরে।
ধীরে ধীরে দেখি রবি দেয় উঁকি
জলদের কোণে কোণে,
মুখরিত করি বেজে ওঠে ভেরি
সৃষ্টিকে আবাহনে।