[শূন্য]


শূন্যে পৌঁছে শেষ হয়ে গিয়ে
শূন্য থেকে শুরু হয় ফের—
জীবনের যত টানাপোড়েন
এভাবেই চলতে চলতে শেষ হয়, সব।
মাঝের সময়টাতে শুধু
শূন্যের দিকে অপলক তাকিয়ে
জীবাশ্ম হয়ে বেঁচে থাকা—
আবেগহীন অসীম করুণার পাত্র হয়ে।
ক্ষত-বিক্ষত অভিমানী হৃদয়
শূন্য থেকে শূন্যের মাঝে
উদভ্রান্তের মতো ঘুরে ফেরে
বাস্তবের দরজায় ঠোকর খেতে খেতে।
এ এক অদৃশ্য ছায়া লড়াই
দাবি আর পাওয়ার খাতায়
জটিল অংক চলে শুধু—
কখনও তা মেলে, মেলেনা কখনওবা।


[দুবাই, ১লা ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়