[শূন্যতার গ্রাস]


শূন্যতায় গ্রাস করছে আজ
সমগ্র মানব জাতির গৌরব।
তিলতিল করে বেড়ে ওঠা
এতদিনের গৌরবের ইতিহাস,
প্রতীকী সৌধের গুরুত্ব,
দেশনায়কদের আত্মবলিদান—
এসব অতীতকে পিছনে ফেলে
এগিয়ে চলেছি আমরা
এক আধমরা জরাজীর্ণ
আর্থ-সামাজিক প্রেক্ষাপটের দিকে।
মুখে কঠোপনিষদ মহান বাণী
"উত্তিষ্ঠত, জাগ্রত, প্রাপ্য বরান নিবোধত..."
অথচ, এর সারবত্তা হৃদয়ঙ্গমে
অক্ষম, আজকের দেশ-কান্ডারীরা।
এই কি আমাদের ভারতবর্ষ,
এই কি আমাদের গৌরব,
এই কি মুনি-ঋষি আর
মনীষীদের থেকে পাওয়া
আমাদের ঐতিহ্য!
ভাববার সময় এসেছে আজ—
কোথায় চলেছি আমরা!
কোন নৈতিক সংকটে ডুবে
গণতন্ত্রের আড়ালে গাঢাকা দিয়ে
জরাজীর্ণ সমাজটাকে
টেনেহিঁচড়ে নিয়ে চলেছি
মোহাবিষ্ঠ অমানবিক দিকে।
হে সংসার-সন্তপ্ত মানবগণ, "ওঠ,
জাগো, বরণীয় জ্ঞানীদের সান্নিধ্যে
আত্মজ্ঞান প্রাপ্ত হও।"
ফিরে আসুক আবার—
আমাদের হারানো ঐতিহ্য।


[দুবাই, ২রা ফেব্রুয়ারি, ২০২০]
©চিন্ময়