[ স্মৃতি ]


আজ বসেছি লিখব বলে
তোমার কথা, আমার কথা,
তোমার মনের গোপন কোনে
লুকিয়ে থাকা ভালোবাসা।
                সীমার মাঝে অসীম তোমার
                সেই যে গভীর ভালোবাসা
                বুঝতে গিয়ে গভীরে তার
                নিত্য কেবল যাওয়া আসা।
ভাবতে ভাবতে মনের মাঝে
দুরে কোথায় হারিয়ে যাওয়া,
মন জানালায় উঁকি দিয়ে
সেই তোমাকে খুঁজতে চাওয়া।
                স্মৃতির ভিড়ে খুঁজতে খুঁজতে
                কত যে পথ পেরিয়ে এলেম,
                হাজার বছর পিছনে ফেলে
                মনের মাঝে তোমায় পেলেম।
মনে পড়ে এই তো সেদিন
প্রথম যেদিন কাছে আসা,
তোমার চোখে দেখেছিলাম
সেই সে প্রথম ভালোবাসা।
                চোখ দুটিতে প্রশ্ন হাজার
                ভরসা শুধুই ভালবাসা,
                তারই মাঝে আগুন ছিল
                সুপ্ত যেন সর্বনাশা।
আমি তখন যৌবনে পা
চারদিকেতে স্বপ্ন রঙিন,
খুশির হওয়া মন ছুঁয়ে যায়
স্বপ্নে বিভোর কাটছে যে দিন।
                মনের মধ্যে তখন আমার
                তোমায় ঘিরে স্বপ্ন হাজার,
                হৃদ মাঝারে খুশির ছোঁয়া
                তোমায় আমার কাছে পাবার।
মনের মাঝে আকুলতা
প্রকাশ করার খুঁজি ভাষা,
খুঁজতে খুঁজতে গভীরে ধায়
আমার গভীর ভালবাসা।
                এমনি করে দিন কেটে যায়
                কাটে যে রাত তোমায় ঘিরে,
                ভাবতে ভাবতে কূল হারিয়ে
                ভাবের ঘরে আসি ফিরে।
হঠাৎ করে মেঘ ঘনালো
ঝমঝমিয়ে বৃষ্টি এলো,
তারই মাঝে চলতে চলতে
সবই হলো এলোমেলো।
                ঝাপসা হলো দৃষ্টি আমার
                পাগলপারা বৃষ্টি ধারায়,
                কেউ দেখেনা কান্না আমার
                জল ছুঁয়ে যায় চোখের পাতায়।
হারিয়ে গেল দৃষ্টি আমার
শুন্য হৃদয় রইলো পড়ে,
নীরব আমার ভালবাসা
হারালো ফের স্মৃতির ভিড়ে।
                লিখব বলে আজ নিরালায়
                সঙ্গী আমার কোরা পাতা,
                লিখতে বসে ভেবেই আকুল
                শূন্যতাতে ভরা খাতা।


[সিঙ্গাপুর, ২০১৫]
©চিন্ময়