[ সময় ]


মনের পাতায় ফিকে হয়ে আসে
মধুর স্বপ্নের রেশ,
দিনের আলোর মাঝে
আবছা স্মৃতি ক্রমশ যেন
দিন-শেষের বার্তা বয়ে আনে।


চকিতে মনের পর্দায়
ভেসে উঠতে থাকে
বর্ণময় জীবনের জলছবি
একের পর এক।


অদম্য আগ্রহে হাত বাড়িয়ে
সে জড়িয়ে ধরতে চায় সময়কে।
বাড়ানো হাতের নাগাল ছাড়িয়ে
ক্রমশ তা দুরে সরে যায় -
অধরা থেকে যায় সময়।


শিথিল শ্রবনেন্দ্রিয় আর
ঝাপসা দৃষ্টির মাঝে
ধীরে ধীরে অনুপ্রবেশ ঘটে
নিকষ কালো আঁধারের।
হৃৎপিণ্ডের বন্ধন যেন
ক্রমশ শিথিল হয়ে আসে,
বিদায় বেলার সুর
নাড়া দিয়ে যায় মনের গভীরে
আর অবশ মনের পাতায়।
খোলা চোখে জাগতিক কিছুই
দৃষ্টিগোচর হয় না,
ঠোঁট দুটি যেন কেঁপে ওঠে
বার কয়েক আলতো ভাবে
শেষ কিছু বলার জন্যে...
ঠোঁটের মধ্যেই তা
মিলিয়ে যায় আবার।


বুকের মাঝে তাঁর পদধ্বনি
ক্রমশ স্পষ্ট হয়ে বেজে ওঠে,
জীবনের উপস্থিতি টের পায় সে
শেষবারের মত।
তাঁর পদধ্বনি ক্রমশ
ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে
বুকের মাঝে মিলিয়ে যায়।


শুন্য দৃষ্টি ফেলে রেখে
জীবনের পরপারে পাড়ি জমায়
সেই চিরন্তন আত্মা
নুতন অবয়বের খোঁজে।


নিরন্তর চলতে থাকে
এই আসা-যাওয়া,
মোক্ষ লাভের আশায়।


[কুয়েত, ২৯শে মে ২০১৯]
©চিন্ময়