[ সুখ ]


সুখরাম তিওয়ারির সুখ নেই মনেতে
দিন-রাত ভাবে শুধু বসে ঘর কোণেতে।
কিসে সুখ পাওয়া যায় ফর্মুলা জানতে
ভেবেই আকুল তবু চায়নাকো হারতে।
কাটাকুটি লেখালেখি দিন-রাত মেঝেতে
ঘুম নেই তার চোখে খানা-পিনা সিকেতে।
ভেবে ভেবে বের তিনি করেছেন অদ্যই
অসুখের অ তাড়ালে সুখ মেলে সদ্যই।
কিন্তু অসুখ থেকে 'অ' তাড়ানো দুস্কর
অবশেষে তাই তিনি ছুটে যান পুস্কর।
পুস্করে গিয়ে ধ্যানে প্রজাপতি ব্রহ্মার
খুঁজে পান অসুখের 'অ' থেকেই নিস্তার।
দেহ-মন যদি থাকে ঠিকঠাক খুশিতে
অসুখের 'অ' পালায় সুখ ফেরে গতিতে।
হাসি খুশি দিনরাত যোগাসন সাথেতে
অসুখের 'অ' টা গিয়ে মন ভরে সুখেতে।
তাই বলি রোজ দিন যোগাসন করা চাই
সুখ থাকে তাতে করে সমস্যা কিছু নাই।।


[দুবাই, ৫ই সেপ্টেম্বর ২০১৯]
©চিন্ময়